• May 13, 2024

অসহায়দের পাশে মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন

বিএম.বাশার,গুইমারা: খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী সিন্দুকছড়ি জোন।

২৫ এপ্রিল বৃহস্পতিবার জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৮টায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষে সিন্দুকছড়ি জোন কর্তৃক অসহায়দের মাঝে নগদ অর্থ, ঢেউটিন, কুলিং ফ্যান, ২টি ক্লাব ও ১টি স্কুলকে খেলাধুলার সামগ্রী বিতরন সহ মোট ১২০টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসিজি। এ সময় জোন কমান্ডার বলেন, সম্প্রীতির সকলকে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান ও এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post