অসহায় প্রতিবন্ধীদের উন্নত খাবার পরিবেশন করে জন্মদিন পালন

শেয়ার করুন

মহালছড়ি প্রতিনিধি: কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি গ্রামে প্রতিবন্ধী কিশোর চাকমা পরিচালিত ” স্বপ্ন প্রতিবন্ধী আশ্রম” এ থাকা প্রতিবন্ধীদের উন্নত খাবার পরিবেশন করে জন্ম দিন পালন করেছেন নাম প্রকাশে অনেচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রী।

১০ আগষ্ট মঙ্গলবার দুপুর ১২ টায় স্বপ্নের প্রতিবন্ধী আশ্রমে থাকা প্রতিবন্ধীদের জন্য উন্নত খাবারের মধ্যে ছিলো ভাত, ফলমূল ও পানীয়। প্রত্যেককে ২ শত টাকা করে প্রদান করা হয়। জন্মদিন পালনকারীর পক্ষে ছিলেন, সংবাদকর্মী মিল্টন চাকমা ও স্কুল শিক্ষক আলোময় চাকমা।

আশ্রমের প্রতিষ্ঠাতা প্রতিবন্ধী কিশোর চাকমা জন্মদিন পালনকারীর জন্য সকল প্রতিবন্ধীদের পক্ষ থেকে সৃষ্টিকর্তার কাছে সার্বিক মঙ্গল কামনা করেছেন। জন্মদিন পালনকারী বলেন, বিশাল কেক কেটে রঙঢঙ করে অযথা অর্থ ব্যয় না করে অসহায় প্রতিবন্ধীদের নিয়ে জন্মদিন পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

যতদিন বেঁচে থাকি ততদিন জন্মদিন পালন করলে অসহায়দের নিয়ে যাতে জন্ম দিন পালন করতে পারেন তার জন্য সকলের আশির্বাদ কামনা করেছেন তিনি।