অসুস্থ্য খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে গেলেন ওয়াদুদ ভুইয়া

শেয়ার করুন

পাহাড়ের আলো ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরা-খবর নিতে রাজধানীর এভায়কেয়ার হাসপাতালে গেলেন খাগড়াছড়ি আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া। ওয়াদুদ ভূইয়া ৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি।

এভারকেয়ার হাসপাতালের ছবি ফেসবুক পোস্টে শেয়ার করে ওয়াদুদু ভুইয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর নিকট দোয়া চান।

খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় ২ সপ্তাহ ধরে চিকিৎসাধীন। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।