আগুনে পুড়ে ছাই বীর কিশোর ত্রিপুরার বাড়ি, ক্ষতি ৫ লাখ
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির প্রান্তিক এক কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কৃষক পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৫ জানুয়ারি) রাত ১০টার সময় খাগড়াছড়ি জেলা সদর পেরাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড তিন মাইল (১৩নং প্রকল্প) আলাধন পাড়া এলাকার কৃষক বীর কিশোর ত্রিপুরার বাড়িতে এ ঘটনা ঘটে।
বীর কিশোর ত্রিপুরার সন্তান শচী মোহন ত্রিপুরা মুঠোফোনে জানায়, রাতে হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়। শনিবার বিকেলে রান্না করার পর আর চুলা জ্বলেনি। কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছি না।
তিনি বলেন, ছোট ভাইদের কষ্টের জমানো নগদ ৬০ হাজার টাকা, দুই কানির প্রায় দুই মে. টন ধান ও জায়গার দলিলপত্র, রুমে থাকা প্রায় সব আসবাবপত্র, কয়েকটা মুরগিসহ রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের ৭ সদস্যকে নিয়ে বর্তমানে প্রায় খোলা আকাশের নীচে অবস্থান করছি।
স্থানীয় ইউপি সদস্য নির্মল ত্রিপুরা মন্টু মুঠোফোনে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ওই বাড়ির মাটির দেয়াল ছাড়া প্রায় সব কিছুই পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক পাঁচ লাখ টাকার মতো বলে জানতে পেরেছি।