• November 23, 2024

আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানোর আহবান জানালেন মাটিরাঙ্গা জোন কমান্ডার

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত আচরণবিধি মেনেই সকল রাজনৈতিক দলকে প্রচারণা চালাতে হবে মন্তব্য করে ৩০ ফিল্ড আর্টিলারী জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার বলেন, কেউ মাটিরাঙ্গা জোন এলাকার অভ্যন্তরে নির্বাচনী স্বাভাবিক পরিবেশ বিনষ্টের চেষ্টা করলে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন নিরাপত্তার স্বার্থে ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভাড়ায় চালিত সকল মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। রোববার সকালে মাটিরাঙ্গা জোন কর্তৃক আয়োজিত মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জোনাল ষ্টাফ অফিসার মেজর মাজহারুল ইসলাম ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: তাজুল ইসলাম, মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: খোরশেদ আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র মোঃ শামছুল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গার সাবেক পৌর মেয়র আবু ইউসুফ চৌধুরী, মাটিরাঙ্গা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা প্রেস ক্লাব সভাপতি এমএম জাহাঙ্গীর আলম।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post