আদিবাসী ইস্যু: খাগড়াছড়িতে বাঙ্গালী সংগঠনের প্রতিবাদ
খাগড়াছড়ি প্রতিনিধি: আদিবাসী স্বীকৃতির দাবী সংক্রান্ত সকল অপপ্রচার বন্ধের দাবীতে ৯ আগস্ট শুক্রবার খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এবং বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। এছাড়া একই সময়ে বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ নারকেল বাগান এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের করে।
পৃথক কর্মসূচিতে বক্তব্য রাখেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, আসাদ উল্লাহ আসাদ, শাহাদাত হোসেন কায়েস, বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক পৌরসভার কাউন্সিলর এসএম মাসুম রানা, মোঃ জাহিদুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, দেশে কোন আদিবাসী না থাকা সত্বেও একশ্রেণি নিজেদের আদিবাসী দাবী করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আদিবাসী স্বীকৃতি সংক্রান্ত সকল অপপ্রচার বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী জানানো হয়।