আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মহালছড়িতে কিশোরী ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ

 আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মহালছড়িতে কিশোরী ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ
মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমকেএস)র সহযোগিতায় এবং  বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও সিমাভি সহযোগিতায়  মহালছড়ি বনাম গুইমারা উপজেলার কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহনে প্রীতিফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১২ আগষ্ট শুক্রবার বিকাল ৪ টায় মহালছড়ি সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতিফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, মুবাছড়ি ইউনিয়নের হেডম্যান খ্যাচিং চৌধুরী, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়েের প্রধান শিক্ষক মমং মারমা, মুবাছড়ি ইউনিয়নের নারী সদস্য শ্যাংথুইমা মারমা, নারী ইউপি সদস্য কামনা চাকমা, ইউপি সদস্য উসাপ্রু মারমা, সিঙ্গিনালা শাপলা ক্লাবের সভাপতি আনুমং মারমা।
এছাড়াও কেএমকেএস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী কাজল বরণ ত্রিপুরা, প্রকল্প মনিটরিং ও এভ্যুলেশন কর্মকর্তা মানস ত্রিপুরাসহ অন্যান্য কর্মী বন্দ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন, খাগড়াপুর মহিলা কল্যান সমিতির কর্মসূচী সংগঠক কাম প্রশিক্ষক  স্বপ্না চাকমা। ৬০ মিনিটের খেলার দ্বিতীয়ার্ধে মহালছড়ি উপজেলা  কিশোরী ক্লাবকে ২-০ গোলে হারিয়ে গুইমারা উপজেলা  কিশোরী ক্লাব জয় লাভ করে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post