আপিলে রোজিনা বেগমের প্রার্থীতা বৈধ ঘোষণা
মাটিরাঙ্গা প্রতিনিধি: মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ২০ ফেব্রæয়ারি ২০১৯খ্রি. দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ে শেষে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারী রোজিনা বেগম‘এর প্রার্থীতা অবৈধ ঘোষনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা।
নিজের প্রার্থীতা বৈধ দাবী করে নির্বাচন কমিশনের ঘোষনাকৃত সিদ্ধান্তকে চালেঞ্জ করেন রোজিনা বেগম । তিনি ২১ ফেব্রুয়ারি দুপুরে প্রর্থীতা বৈধ প্রমাণের জন্যে আপিল করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও ৫ম উপজেলা পরিষদ নির্বাচনী রিটার্নিং অফিসারের কার্যালয়ে।
পরে খাগড়াছড়ির নির্বাচনী রিটার্নিং অফিসার পুনরায় মাটিরাঙ্গা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী রোজিনা বেগমের প্রয়োজনীয় কাগজপত্রসহ আনুসাঙ্গিক বিষয়াদি পর্যালোনার জন্য ২৪ ফেব্রæয়ারি ২০১৯খ্রি. দিন ধার্য্য করেন।
সে অনুযায়ী রোববার (আজ)বিকাল ৩ ঘটিকার সময় সব ধরনের কাগজপত্র পর্যালোনা ও যাচাই-বাছাই শেষে রোজিনা বেগমের প্রার্থীতা ছুড়ান্তভাবে বৈধ ঘোষনা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ শহিদুল ইসলাম।
এই সিদ্ধান্তের ফলে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্ধিতায় অংশ গ্রহন করতে রোজিনা বেগমের আর কোন প্রতিবন্ধকতা রইলো না। নিজের প্রার্থীতা বৈধ ঘোষনার পর তিনি অনুভূতি ব্যক্ত করে বলেন, সকল ভোটার ও শোভাকাঙ্খিদের দোয়া,ভালবাসায় আমি আপনাদের মাঝে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতায় ফিরে আসতে পেরে আমি আনন্দিত। আশা করছি ভোটাদের মধ্যে আর কোন ধরনের বিভ্রান্তি থাকবে না।