আলুটিলায় জীপ উল্টে ২২ নির্মাণ শ্রমিক আহত
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির আলুটিলা এলাকায় জীপ উল্টে ২২জন নির্মাণ শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। ২৮ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৫টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থেকে খাগড়াছড়ি শহওে আসার পথে আলুটিলা বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা খাগড়াছড়ি হাসপাতাল ভবন নির্মাণ কাজের শ্রমিক। সবার বাড়ি ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায়।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান সাংবাদিকদের জানান, খাগড়াছড়ি আলুটিলা বড় ব্রিজ এলাকায় চাঁদের গাড়ি উল্টে পড়ার খবর পেলে ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালে ডা. অরভিল চাকমা জানান, আহদের মধ্যে ৫জনের অবস্থা আশঙ্কা জনক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।