মো: আল আমিন, দীঘিনালা: আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অত্যন্ত দুর্গম পাহাড়ি জনপদে ভোটারদের মাঝে জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪ জানুয়ারি রোববার বিজিবি মহাপরিচালকের দিকনির্দেশনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর তত্ত্বাবধানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, ৫৪ বিজিবির অধীনস্থ শিয়ালদহপাড়া বিওপির কমান্ডার মোঃ মশিউর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যদের একটি দল বিওপি থেকে প্রায় ৭ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে তুইছুই পাড়ায় পৌঁছায়। সেখানে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে নির্বাচনকালীন পরিবেশ, নিরাপত্তা ও ভোটাধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় স্থানীয় কারবারী ও বাসিন্দাদের উদ্দেশ্যে বলা হয়, নির্বাচন চলাকালীন সময়ে এলাকায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ভোটাররা যাতে কোনো ভয়-ভীতি ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে নিরাপত্তা নিশ্চিত করবে বিজিবি।
এ বিষয়ে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সবসময় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছে। আসন্ন নির্বাচনেও বিজিবি তার গৌরবময় ভূমিকা বজায় রাখবে। তিনি পাহাড়ে বসবাসরত সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন।