বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খ্রিস্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উদযাপনের লক্ষ্যে খ্রিস্টিয়ান উপাসনালয়ের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইন – শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা করেছে খাগড়াছড়ি পুলিশ সুপার। ২১ ডিসেম্বর রবিবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় ২৩৫ টি গির্জার প্রতিনিধিগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ত্ব করেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

এসময় তিনি, জেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন। তার-ই ধারাবাহিকতায় খাগড়াছড়িতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যারযার সামাজিক উৎসব উদযাপন করতে পারে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন ও থার্টি ফাস্ট নাইট এ যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পাড়ে সেই দিকে পুলিশের তীক্ষ্ণ নজর ধারি থাকবে। এবং আসন্ন বড়দিন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন ও থার্টি ফাস্ট নাইট এ সন্ধ্যা ৭টার পরে জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্র বন্ধ রাখার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জামা’য়াত ইসলামীর সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সহ জেলার খ্রিস্টিয়ার ধর্মাবলম্বীদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।