• December 23, 2024

ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা তপন জ্যেতি চাকমা বর্মা’র ৪র্থতম মৃত্য বার্ষিকীর স্মরণসভা

 ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা তপন জ্যেতি চাকমা বর্মা’র ৪র্থতম মৃত্য বার্ষিকীর স্মরণসভা
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গনতান্ত্রিক) প্রতিষ্ঠাতা তপন জ্যেতি চাকমা ওরফে বর্মা মৃত্যুর ৪ বছর পূর্তি উপলক্ষে প্রয়াত তপন জ্যেতি চাকমা ওরফে বর্মা’র অস্থায়ী বেদীতে পুষ্প স্তবক অর্পণ ও  স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ মে বুধবার সকাল ১১ টায় মহালছড়ির ব্রিজ পাড়ায় নিশি চাকমা’র সঞ্চালনায় ইউপিডিএফ (গনতান্ত্রিক) মহালছড়ি ইউনিট পরিচালক জ্ঞান চাকমার সভাপতিত্বে উপস্থিত প্রধান অতিথি হিসেবে  ছিলেন, এম এন লারমা পন্থী জনসংহতি সমিতি (জেএসএস) খাগড়াছড়ি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক প্রিয় কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জন সংহতি সমিতি মহালছড়ি উপজেলা শাখার সভাপতি নীল রঞ্জন চাকমা, সহ-সভাপতি সঞ্জিবন চাকমা সমর। এছাড়া বিভিন্ন গ্রাম থেকে আগত কার্বারি, হেডম্যান, জনপ্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।  স্মরণসভায় বক্তারা প্রয়াত তপন জ্যেতি চাকমা’র স্মৃতিচারণ মূলক বিভিন্ন বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, বিগত ৪ বছর আগে নানিয়ারচর উপজেলার তৎকালীন উপজেলা চেয়ারম্যান প্রয়াত শক্তিমান চাকমা’র দাহক্রিয়া অনুষ্ঠান থেকে ফেরার পথে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের ফরেস্ট অফিস নামক এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন ইউপিডিএফ (গনতান্ত্রিক) প্রতিষ্ঠাতা তপন জ্যেতি চাকমা ওরফে বর্মা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post