• December 21, 2024

ইউপি নির্বাচন: দুল্যাতলীতে নৌকা-চশমা, বর্মাছড়িতে আনারস-মোটরসাইকেল প্রতিদ্বন্ধিতার সম্ভাবনা

 ইউপি নির্বাচন: দুল্যাতলীতে নৌকা-চশমা, বর্মাছড়িতে আনারস-মোটরসাইকেল প্রতিদ্বন্ধিতার সম্ভাবনা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার মধ্যে সদর ইউনিয়ন থেকে একটু আলাদা দুল্যাতলী ইউনিয়ন ও বর্মাছড়ি ইউনিয়নের ভৌগলিক অবস্থান। দুল্যাতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ত্রিলন চাকমা লড়ছেন স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীক নিয়ে এবং সরকার দলীয় সমর্থীত প্রার্থী উচাই প্রæ মারমা নৌকা প্রতীক নিয়ে লড়াই করছেন। দু’জনই জয়ের জন্য মরিয়া। ভোটাররা মনে করছেন লড়াই হবে হাড্ডা-হাড্ডি। অল্প ব্যবধানেই জয়-পরাজয় নির্ধারিত হবে।

এদিকে বর্মাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৫জন। লেলাং মৌজা হেডম্যান সুইশালা চৌধুরী লড়ছেন আনারস প্রতীক। বর্তমান চেয়ারম্যান হরিমোহন চাকমা ঘোড়া প্রতীক নিয়ে। প্রতুল কান্তি চাকমা মটরসাইকল প্রতীক। নীলবর্ন চাকমা লড়ছেন নৌকা প্রতীক নিয়ে এবং পাইসুইখই মারমা চশমা প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন। বর্মাছড়ি ইউনিয়নে নৌকা প্রার্থীর অবস্থান খুব একটা ভালো নয়। তবে ভোট যুদ্ধে প্রত্যেক প্রার্থীর সমানে-সমান হলে জয়ের আশা করতেই পারেন নিলবর্ণ চাকমা।

এদিকে বর্তমান চেয়ারম্যান হরিমোহন চাকমা ভোটারদের মতে ছিটকে পরার আশংকায় রয়েছেন। এক্ষেত্রে লড়াই হবে আনারস প্রতীক সুইশালা মারমার সাথে মোটরসাইকেল প্রতীক প্রতুল কুমার চাকমার। কেউ কেউ মনে করছেন ত্রিমুখি লড়াই হওয়ার সম্ভাবনাও রয়েছে। সে ক্ষেত্রে সুইশালা মারমার, হরিমোহন ও প্রতুল কান্তি চাকমার মধ্যে প্রতিদ্বন্ধিতা হতে পারে। আবার কেউ মনে করছেন লড়াই হবে দ্বিমুখী। সুইশালা মারমা আর প্রতুল চাকমা। বিজয় মালা সুইশালা মারমার পরবেন এমনটাই সাধারণ ভোটাররা মনে করছেন। দুল্যাতলী ইউনিয়নে ৫হাজার ৮০৫ এবং বর্মাছড়ি ইউনিয়নে ৫হাজার ১৪৭জন ভোটার রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post