• June 17, 2024

ইসকন ধর্মীয় গুরু নারি শিষ্যের সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক

 ইসকন ধর্মীয় গুরু নারি শিষ্যের সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ইসকন ধর্ম প্রচারক গুরু শিমুল চন্দ্র জলদাসকে,নারি শিষ্যের সাথে অনৈতিক কাজে আটক করা হয়েছে। ২৪ এপ্রিল ইসকনের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বহিষ্কার নোটিশে এতথ্য নিশ্চিত করা হয়।
খাগড়াছড়িতে ইসকন প্রচার কেন্দ্রে অবস্থান করে ধর্মীয় জীবন শিক্ষার দানের পাশাপাশি ধর্ম প্রচারেও দায়িত্বে ছিল শিমুল।
নারি কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে তাঁকে বহিষ্কার করেছে ইসকন কর্তৃপক্ষ।
উল্লেখ্য গত ১৮ এপ্রিল ২০২৩ ইং দিবাগত রাত ১২ টার দিকে খাগড়াছড়ি শহর হতে ১৫ কিলোমিটার দূরের একটি গ্রামে অনৈতিক কাজে  হাতেনাতে  এলাকাবাসীর নিকট আটক হয় শিমুল। আটক শিমুল কে হালকা উত্তম মাধ্যম দিয়ে সম্মানের সহিত চেয়ারে বসিয়ে বেঁধে রাখা হয়।
পরদিন খাগড়াছড়ি ইসকনের নেতৃবৃন্দ তাকে ছাড়িয়ে আনেন।  জানা যায়, বছরখানেক আগে শিমুলের কাছে ইসকনের দীক্ষা গ্রহণ করে দুই সন্তানের জননী ২৬ বছরের ঐ মহিলা। এরপর থেকেই চলে আসছিল  গুরু- শিষ্যের লীলা। নানান অজুহাতে প্রায়শই সেখানে গিয়ে চালাতো শিমুল গুরু শিষ্যের অনৈতিক  প্রেম লীলা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post