• June 23, 2024

ঈদ উপহারসহ মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন

 ঈদ উপহারসহ মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন

গুইমারা প্রতিনিধি: গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি।

১৩জুন বৃহস্পতিবার সকাল ১০টায় সিন্দুকছড়ি জোন এর পক্ষ থেকে জোন সদরে সুবিধা বঞ্চিত হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তায় ঈদ সামগ্রী বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, অসহায়দের মাঝে ঢেউটিন, কৃষকদের মাঝে সহায়তা, গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান, স্কুল বাচ্চাদের খেলাধুলার সামগ্রী এবং চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোনের অন্যান্য দায়িত্বপূর্ণ অফিসার ও সাংবাদিক বৃন্দ।

জোন কমান্ডার এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রেখে জনকল্যাণে একে অপরের সহযোগিতা ও মিলেমিশে থাকার পরামর্শ দেন। এ জোন আপনাদের সুখ, দুঃখে পাশে ছিল ভবিষ্যতেও থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply