উদ্ধারকৃত নবজাতকের শারীরিক অবস্থা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পৌর শহরের শান্তিনগর এলাকায় রাতের আঁধারে ড্রেনের কচুরিপানার ঝোপ থেকে একটি অজ্ঞাত শিশু সন্তানকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটি বর্তমানে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

গতকাল রাত সোয়া ১১ টার দিকে হঠাৎ স্থানীয় এক বৃদ্ধার নজরে নবজাতক সন্তান টির নজরে আসলে খাগড়াছড়ি সদর থানায় খবর দিলে, এসআই আমিরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টীম তাকে দ্রত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়। নবজাতকটি বর্তমানে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

নবজাতকের উদ্ধারের খবর পেয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম নবজাতক সন্তানের চিকিৎসার দায়িত্ব নিয়ে নগদ ৫ হাজার প্রদান করেন। এবং অজ্ঞাত নবজাতকের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।

মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে র আবাসিক মেডিকেল অফিসার ডা.রিপল বাপ্পি চাকমা জানান, নবজাতক বাচ্চাটির বর্তমান অবস্থা ভালো আছে। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি। বাচ্চাটির পরবর্তী পদক্ষেপ আইনি পক্রিয়ায় যা সিদ্ধান্ত নেয় আমরা সেই ভাবে তাঁদের’কে বাচ্চাটি হস্তান্তর করবো।

খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য জেলা স্বাস্থ্য আহ্বায়ক শহিদুল ইসলাম সুমন ও মাহাবুব আলম খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নবজাতকে দেখতে গিয়ে বাচ্চা শিশুটির বর্তমান অবস্থা দেখেন।

এসময় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য জেলা স্বাস্থ্য আহ্বায়ক শহিদুল ইসলাম সুমন বলেন, নবজাতক বাচ্চাটির বর্তমান অবস্থা ভালো। আমরা সেই বিষয়টি আমাদের চেয়ারম্যানকে জানাবো। এবং বাচ্চাটির পরবর্তী পদক্ষেপ আইনগত প্রক্রিয়ায় আদালত এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে গ্রহন করা হবে বলে জানান তিনি।

নবজাতক ছেলে সন্তানটিকে দত্তক নিতে হাসপাতালে ধর্ণা দিচ্ছেন অনেকেই।