উন্নয়নের স্বার্থে ওয়াদুদ ভূইয়াকে নির্বাচিত করার আহবান-খালেদা জিয়ার স্মরণ সভায় বক্তারা

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী ( সাবেক), বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

১৮ জানুয়ারি রোববার সন্ধ্যা ৬ টার দিকে মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফোরকান হোসেন সোহাগ  এর  সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার ।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাটিরাঙ্গা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের গণমানুষের নিকট জেলা বিএনপির সভাপতি  ও ২৯৮ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়ার পক্ষে দোয়া চেয়েছেন ।

অনুষ্ঠানে তিনি ওয়াদুদ ভুইয়া সংসদে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে, যা আপনারা সকলেই অবগত রয়েছেন ।  একজন অভিজ্ঞ ব্যক্তি হিসেবে ওয়াদুদ ভুইয়া এতদ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কার্যকরী ভুমিকা রাখতে পারবেন বলে মন্তব্য করেন বক্তারা  ।

এরআগে তিনি খাগড়াছড়ি আসনে এমপি থাকাকালে  রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন ।  এ ছাড়াও আগামীতে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিলে বিভিন্ন ধাপে পরিবারের প্রধান নারীদের নামে ফ্যামিলি কার্ড ( যার সাধ্যমে পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে) , কৃষকদের জন্য কৃষি কার্ড ( কৃষি কাজের জন্য সুবিধা সম্পন্ন), হেলথ কার্ড ( চিকিৎসা সেবা পাবে পরিবারের সদস্যরা)  ও প্রতিটি মসজিদের ইমামকে সরকারি ভাবে বেতনের আওতায় আনার পরিকল্পনা সহ  সর্বমোট ৮ টি পরিকল্পনা  এবং ঘরে ঘরে বিনা পয়সায় চাকুরি ও কর্মসংস্থান করে দেয়ার আশ্বাস প্রদান করেন তিনি ।  এ সময় সকলকে সতর্ক করে তিনি আরো বলেছেন, কারো প্রলোভনে ভুল জায়গায় ভোট দিয়ে নিজের ভোটটি নষ্ট করবেন না। আওয়ামী লীগ যেভাবে নির্যাতন করেছে আমরা তার প্রতিশোধ নেবো না ।  সকলে মিলেমিশে থাকার স্বার্থে,  উন্নয়নের স্বার্থে, সবাই একসাথে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে দেশে গনতন্ত্রের শাসন প্রতিষ্ঠায় অবদান রাখার আহবান ।

ফ্যাসিষ্ট হাসিনা সরকারের সর্বোচ্চ প্রতিহিংসার শিকার হয়েছিলেন বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা মন্তব্য করে তবুও তিনি কারো বিরুদ্ধে কোন বক্তৃতায় কটু কথা বলেননি । আমরা বেগম খালেদা জিয়ার উদার মানসিকতার সেই আদর্শ হৃদয়ে ধারন করি বলে মন্তব্য করেন ।

যারা  ইসলামকে বিক্রি করে ভোট নিতে চায় তাদের থেকে সাবধান থাকার আহবান জানান বক্তারা  ।  বিগত সময়ে ওয়াদুদ ভুইয়ার মাধ্যমে  উন্নয়ন হওয়া সকল কাজের কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ এসেছে উল্লেখ করে  যারা  ১৭ বছর ইচ্ছা থাকা সত্বেও ভোটাধিকার প্রয়োগ  করতে পারেননি ।  এখন উপযুক্ত সময় এসেছে তাই নিজের পছন্দের প্রার্থী ওয়াদুদ ভুইয়াকে ভোট কেন্দ্রে গিয়ে বিজয়ী  করার  আহবান জানান বক্তারা । এ অঞ্চলের একমাত্র নেতা, পাহাড়ি বাঙালির আস্থার প্রতীক ওয়াদুদ ভুইয়াকে আমাদের নিজেদের প্রয়োজনে উন্নয়নের স্বার্থে নির্বাচিত করা দরকার বলে মন্তব্য করেছেন বক্তারা ।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জামাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল,জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ বাদশা মিয়া, জেলা বিএনপির সহসভাপতি নাছির আহম্মদ চৌধুরী, প্রমুখ ।

 অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবীব মিয়া, সাধারন সম্পাদক আবু বক্কর  ছিদ্দিক মিন্টু, ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সাইদুল মিয়া, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, পৌর বিএনপির সহসভাপতি ও মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দিন , পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সাদ্দাম হোসেন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক শাহেনা আক্তার, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আলা উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন ।

এ ছাড়াও খাগড়াছড়ি  পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম পাটোয়ারি, পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, নতুনপাড়া ২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো.ওহাব সরকার, সহ  পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাদের সন্তান আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত  করা হয়