উপজেলা নির্বাচন মানিকছড়ি: প্রচারযুদ্ধে নেমেছে মহিলা ভাইস চেয়ারম্যানরা
মানিকছড়ি প্রতিনিধি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে নির্বাচন ১৮ মার্চ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্টিত হবে। গত ২৭ ফেব্রুয়ারী ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ যুবলীগ নেতাসহ ৩ প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মো. তাজুল ইসলাম বাবুল বিনা প্রতিদ্বন্দি¦তায় হয়েছেন।
ফলে এবার মানিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে লড়াই হচ্ছে শুধু মহিলা ভাইস চেয়ারম্যান পদে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি¦তায় করছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরজাহান আফরিন লাকি,বর্তমান ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, সাবেক সংরক্ষিত ইউপি সদস্য শিউলি বেগম ও সাবেক সংরক্ষিত ইউপি মহিলা সদস্য ও উপজাতি নেত্রী ডলি চৌধুরী ।
গত ২৮ই ফেব্রুয়ারী ছিলো প্রতীক বরাদ্দ দিন। নুরজাহান আফরিন লাকি পেয়েছেন হাঁস মার্কা, রাহেলা আক্তার পেয়েছেন ফুটবল মাকা, শিউলি বেগম পেয়েছেন প্রজাপতি মাকা, ডলি চৌধুরী পেয়েছেন কলস মাকা। নির্বাচনী প্রতীক পেয়ে প্রচারযুদ্ধে নেমেছেন প্রার্থীরা। আজ সকাল থেকে প্রার্থীদেরা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারে নামেন। প্রচারণার প্রথম দিনে প্রতীক নিয়ে মিছিল,জনসংযোগসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় প্রার্থীদের। তারা স্ব স্ব এলাকায় মানুষের সঙ্গে দলীয় প্রতীক সংবলিত লিফলেট ও পোস্টার নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রার্থীদেও নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী বিভিন্ন স্লোগান দিয়ে পক্ষে ভোট চাইতে থাকেন।