উপজেলা পরিষদ নির্বাচনে পানছড়িতে মনোনয়ন পত্র দাখিল
মোফাজ্জল হোসেন ইলিয়াছ: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে পানছড়ি উপজেলায় মনোনয়ন পত্র দাখিল করেছে প্রার্থীরা। সকাল ১১টা থেকেই মনোনয়ন প্রত্যাশীরা সহকারী রির্টারিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এর নিকট চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মনোনয়ন পত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে উপজেলা আ‘লীগের যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দেব, অনিল চন্দ্র চাকমা, শান্তি জিবণ চাকমা ইউনাইট্রেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসীত বিকাশ খীসা), মিঠুন চাকমা ইউনাইট্রেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (গনন্ত্রাতিক), অনিল কান্তি দে (স্বতন্ত্র) শ্যামল কান্তি চাকমা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিলন বিবি, মনিকা ত্রিপুরা, রতœা তংচঙ্গা। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক শাহজাহান কবির সাজু, মোঃ এমরান হোসেন, আয়ন চাকমা মুকুল, হারুনুর রশিদ, চন্দ্র দেব, মনিন্দ্র লাল ত্রিপুরা, প্রশান্ত চাকমা মনোনয়ন পত্র দাখিল করেছেন।