উৎসব মুখোর পরিবেশ খাগড়াছড়ির ৫৪টি পূজা মন্ডপে দূর্গোৎসবের সমাপ্তি
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বিজয়া দশমীর মাধ্যমে ৫৪টি শারদীয় দূর্গোৎসব সমাপ্তি হয়েছে। আনন্দঘন উৎসব মুখোর পরিবেশে নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হয়েছে শারদীয় দূর্গোৎসব। এবার খাগড়াছড়ির নয়টি উপজেলায় ৫৪টি পুজা মন্ডপে এ সনাতন ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ উৎসব পালন করেছে। পুজা উৎসবকে ঘিরে বসেছে মেলাও। হেঁসে-খেলে মাতোয়ারা শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ তাদের বৃহৎ এ উৎসব পালন করেছে।
মন্দিরে মন্দিরে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় পুজা, অর্চনা, আরতি, ঢাক-ঢোলের শব্দ ও উলুধ্বনিতে মুখোরিত হয়ে উঠে চারদিক। পুজা উপলক্ষে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজন করা হয়।
মন্দির গুলো পরির্দশন করে খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তি চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক-পুলিশ সুপার, জেলা পরিষদ সদস্যরা। সদস্য প্রতিটি মন্দিরে প্রশাসনের পক্ষ থেকে ৩ স্থতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।