এডুলাইফ আইটি ইনস্টিটিউট লক্ষ্মীছড়ি উপজেলা শাখার উদ্বোধন
পাহাড়ের আলো ডেস্ক: তারুণ্যের উৎসব- ২০২৫ ‘’এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’’ লক্ষ্মীছড়ি উপজেলায় বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ এর শুভসূচনা হয়। বিশেষ এই দিনে এডুলাইফ আইটি ইনস্টিটিউট, লক্ষীছড়ি উপজেলা শাখার উদ্বোধন করা হয়। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া।
এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো: সোহরাব হোসেন ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সভাপতি মো: মোবারক হোসেন, ছাত্র সমন্বয়ক রুপন চাকমা, এডুলাইফ আইটি ইনস্টিটিউট চীফ অপারেশন অফসার মো: হানিফ মিয়া, এডুলাইফ আইটি ইনস্টিটিউট লক্ষ্মীছড়ি শাখার ব্যবস্থাপক মো: তোফাজ্জল হোসেন রাসেলসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া বলেন, এডুলাইফ আইটি ইনস্টিটিউ ‘র মাধ্যমে তরুণ প্রজন্মকে আইটি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সম্ভব হবে। আজকে যে প্রতিষ্ঠানটি চালু হলো এর ফল পেতে কিছুটা সময় লাগবে। শিক্ষার্থী ও অভিভাবকদের এ ক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান তিনি।
উল্লেখ্য এডুলাইফ আইটি ইনস্টিটিউ ‘র খাগড়াছড়ি প্রতিষ্ঠাতা ব্যবস্থাপক হলেন আমির হোসেন রুজেল। চলতি বছর জেলা শহরে ১ম শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত আইটি স্কুল নামে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী বছর প্রতিটি উপজেলায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানা গেছে।