স্টাফ রিপোর্টার: খাগড়াছীড় জেলার লক্ষীছড়ি জোনের অধীন উল্টাছড়ি অস্থায়ী টহল ঘাঁটি হতে পরিচালিত আধিপত্য টহলের সময় কেরেক্কাটা এলাকায় পাহাড়ি ঝিরিতে অবৈধ কাঠের মজুদ শনাক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাস ধরে একটি চক্র উক্ত এলাকায় অবৈধভাবে গাছ কেটে কাঠ মজুদ করছিল। তবে লক্ষ্মীছড়ি জোন কর্তৃক বিশেষ অভিযানের আওতায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতির কারণে কাঠ পাচারকারীরা উক্ত এলাকা ত্যাগ করে এবং মজুদকৃত কাঠ ফেলে রেখে যায়।
পরবর্তীতে নিরাপত্তা বাহিনী প্রায় ৫০০ ঘনফুট অবৈধ কাঠ শনাক্ত করে এবং ২ নভেম্বর সংশ্লিষ্ট বন বিভাগ অফিসে অবগত করে।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা শান্তি, আইনশৃঙ্খলা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থান বজায় রাখবে।