এমএন লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত উপলক্ষ্যে খাগড়াছড়িতে
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে এমএন লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়িতে প্রভাতফেরীতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর রবিবার সকালে জেলা শহরের মহাজনপাড়া সূর্যশিখা ক্লাবের সামনে থেকে প্রভাতফেরী করে চেঙ্গী স্কয়ারে গিয়ে এমএন লারমার স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে খাগড়াছড়ি সদরস্ত তেঁতুলতলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করা হয়। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (ইউপিডিএফ)এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী অংশুমান চাকমা।
এ সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির খাগড়াছড়ি সদর থানা কমিটির সভাপতি শ্রী সুশীল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, শরণার্থী কল্যাণ বিষয়ক সাংগঠনিক সম্পাদ সন্তোষিত চাকমা (বকুল), বিশিষ্ট সমাজসেবক রবি শংকর তালুকদার, বিমান খীসা, সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ববিতা চাকমা সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। স্মরণ সভায় ভক্তরা জুম্মা জাতীয় চেতনার অগ্রদ কবিসংবাদিত নেতা মানবেন্দ্র লারমার স্মৃতিচারণ করেন। এবং বলেন এ নেতা আজীবন জম্মুজাতির নিঃস্বার্থ অধিকার আদায়ের জন্য কথা ভেবে ছিলেন। দিন মজুর থেকে শুরু করে তিনি সব শ্রেণীর মানুষের কথা তিনি চিন্তা করতেন। এই পাহাড়কে নিয়ে চিন্তা করতেন। পাহাড়ের মানুষের কথা ভাবতেন তিনি।
উল্লেখ্য এমএন লারমা অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের প্রথম সংসদ সদস্য ছিলেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়িতে নিজের প্রতিষ্ঠিত দলের বিপৎগামীদের গুলিতে মৃত্যুবরণ করেন তিনি।