এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে `সংবর্ধনা‘ দিলো স্মার্ট মানিকছড়ি
আবদুল মান্নান: ৩১ মে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মানিকছড়ি উপজেলার কৃতকার্য এক হাজার শিক্ষার্থীকে টপকিয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষাথী নাজমীন আক্তার’কে সংবর্ধনা দিয়েছে উপজেলার মানবিক সংগঠন‘ স্মার্ট মানিকছড়ি’।
১ জুন সকাল ১০টায় উপজেলা সদ্য আত্মপ্রকাশ করা মানবিক সংগঠন‘স্মার্ট মানিকছড়ি’পক্ষ থেকে উপজেলা কৃতি শিক্ষার্থী নাজমিন আক্তারর হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের শীর্ষ নেতারা। এ সময় কৃতি শিক্ষার্থীর প্রতিষ্ঠান প্রধান মো. লুৎফর রহমান, অভিভাবক মো. সালাহ উদ্দীন, স্মার্ট মানিকছড়ির এডমিন মো. শরীফ ও সহযোদ্ধা মো. মোস্তফা আবিরসহ সংগঠনের সহযোগি যুদ্ধারা উপস্থিত ছিলেন।
এ সময় কৃতি শিক্ষার্থী নাজমীন আক্তার তার কৃতিত্বের জন্য শিক্ষক,অভিভাবকের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষতে সে চিকিৎসক ও ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন বলে অভিমত ব্যক্ত করে সকলের নিকট দোয়া কামনা করেন।