ঐতিহাসিক গণঅ’ভ্যুত্থা’নের বর্ষপূর্তিতে মানিকছড়ি উপজেলা বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

শেয়ার করুন

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি:-

ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের দীর্ঘ প্রায় দেড়যুগের দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে গেল বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামীলীগ। ফলে ফ্যাসিবাদ সরকারের পতন এবং ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার সকালে খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি মো. এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক মো. মীর হোসেন এবং জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে দলের সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দলীয় অফিসে থেকে বের হওয়া বিজয় র‍্যালি উপজেলা পরিষদ চত্বর হয়ে মহামুনি বাসস্ট্যান্ড, বাজার ঘুরে দলীয় অফিসে এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘটে।