করোনায় আক্রান্ত হয়ে এক চিকিৎসকের মৃত্যু খাগড়াছড়িতে

খাগড়াছড়ি প্রতিনিধি: করোনা আক্রান্ত হয়ে রামগড়ে ‘গরিবের ডাক্তার” হিসেবে পরিচিত ডা:মানিক চন্দ্র শীল মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পারিবারিক সূত্র জানায় কিছু দিন ধরে জ্বর, সর্দি,শ্বাসকষ্ট সহ করোনা ভাইরাসের উপসর্গে ভুগছিলেন তিনি।
কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়। করোনার শুরু থেকেই তিনি ছিলেন সম্মুখসারীর যোদ্ধা। রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে তিনি দায়িত্ব পালন করে ছিলেন।
রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত রেহানা সাংবাদিকদের  জানান, ডা: মানিক চন্দ্র শীল রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী মেড়িকেল অফিসার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। ডা: মানিক চন্দ্র শীল এর মৃত্যুর খবরে তার কর্মস্থল রামগড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post