• November 21, 2024

করোনায় রামগড়ে জীপ শ্রমিকদের মাঝে জেলা প্রশাসকের সহযোগিতায় নগদ অর্থ প্রদান করলেন ইউএনও

 করোনায় রামগড়ে জীপ শ্রমিকদের মাঝে জেলা প্রশাসকের সহযোগিতায় নগদ অর্থ প্রদান করলেন ইউএনও
রামগড় প্রতিনিধি: করোনার প্রভাবে রামগড় উপজেলায় জীপ চালক ও সহকারী চালক সমিতি ইউনিয়ন এর সদস্য ও পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন ইউএনও মু.মাহমুদ উল্লাহ মারুফ। বুধবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় পরিষদ মিলনায়তনে রামগড় উপজেলা জীব শ্রমিকদের মাঝে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সহযোগিতায় সদস্য-পরিবারের হাতে নগদ  অর্থ তুলেদেয়া হয়।
রামগড় উপজেলা জীপ চালক ও সহকারী চালক সমিতির সভাপতি আলাউদ্দিন ও সম্পাদক সাইফুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন- খাগড়াছড়ি জেলা প্রশাসকের সহযোগিতায় রামগড় উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের সদস্য ও পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেয়ায় রামগড়ের ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসককে সদস্য ও পরিবারের পক্ষথেকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় রামগড় উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ বলেন- বর্তমানে সারাদেশেরন্যায় রামগড়ে করোনার প্রভাবে ক্ষেতে খাওয়া কর্মজীবি মানুষরা অসহায় হয়ে পরছে। তাদেরে কথা বিবেচনা করে খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জীব চালক ও পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাত্র।
এ ধরনের কার্যক্রম মন্ত্রনালয়ের র্নিদেশক্রমে অত্র উপজেলায়  চলমান রয়েছে বলে জানান ইউএনও মুু. মাহমুদ উল্লাহ মারুফ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, পিআইও-মনসুর আলী, জীপ চালক সমিতির সদস্য-সদস্যাসহ পরিবারের সদস্য বৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post