‘করোনা’ ঝুঁকি বাড়ছে খাগড়াছড়িতে, বিভিন্ন জেলা থেকে নানা অজুহাতে ঢুকছে মানুষ

খাগড়াছড়ি প্রতিনিধি: এবার নববর্ষ পালন কিংবা বৈসাবি’র উৎসব আয়োজন করা বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতিতে দীর্ঘ ছুটি হওয়ার কারণে মানুষ কর্মহীন হয়ে পরেছে। নানা অজুহাতে চট্টগ্রাম শহর থেকে প্রতিনিয়ত কর্মহীন মানুষ আত্মীতার টানে ঢুকে পরছেন খাগড়াছড়িতে। গত রবিবার খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত করোনা পরিস্থিতিতে বিশেষ নির্দেশনা দিয়ে গণ বিজ্ঞপ্তি দিলেও সেটি কেউ মানছেন না। চট্টগ্রাম ও বিভিন্ন জেলা থেকে রামগড় ও মানিকছড়ি মাহমুনি দিয়ে প্রবেশ করছেন খাগড়াছড়ি জেলা শহরে। সেখান থেকে চলে যাচ্ছেন দীঘিনালা, পানছড়িসহ বিভিণœ উপজেলায়।

জেলার প্রবেশ দ্বার উপজেলা মানিকছড়ি উপজেলা খাগড়াছড়ি জেলার নোয়াবাজার স্বাগতম এলাকায় চেক পোষ্ট বসানো হলেও কোন কাজে আসছেনা। পাহাড়ি এলাকায় বৈসাবী, বিজু, সাংগ্রাই বছরের অনুষ্টান থাকার ফলে বিভিন্ন জেলায় এলাকার কর্মকর্ত সকল চাকুরী জীবিরা ও গার্মেন্টস শ্রশিক দলে দলে আসতে শুরু করেছে। জেলা প্রশাসকের আদেশ অমান্য করে। যদিও গন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জেলায় প্রবেশ ও বাহির সম্পন্ন ভাবে নিষেদ। তার পরও দলে দলে প্রবেশ করছে চট্টগ্রাম ও বিভিন্ন জেলা থেকে আসা লোকজন। মানিকছড়ি ও রামগড় প্রবেশ করে এই সব লোক।

মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ বলেন প্রবেশ পথে চেক পোষ্ট বসানো হয়েছে। মানিকছড়ি উপজেলার লোক হলে প্রবেশ করা হচ্ছে। তাদের নাম ঠিকানা লেখে। আর অন্য কোন জেলার হলে ফেরৎ দেয়া হচ্ছে।

তবে দলে দলে লোকজন প্রশাসনের নজর কে ফাঁকি দিয়ে পায়ে হেঁটে প্রবেশ করছে। সচতেন মহল মনে করছেন এই বিষয় কঠিন পদক্ষেপ না নিলে খাগড়াছড়ি জেলা মারাত্বক ভাবে করোনা হুমকির মুখে পরতে পারে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post