করোনা ভাইরাস প্রতিরোধে নিজে সচেতন হোন, বাসায় থাকুন, নিরাপদে থাকুন -মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান
নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: করোনা ভাইরাস ! এ যেনো এক জমদূতের নাম ! সারা বিশ্বের চিকিসা বিজ্ঞানীরা এখনো যার কোন প্রতিষেধক তৈরি করতে পারেনি। তাই প্রতিদিন বেড়েই চলেছে মানুষের মৃত্যুর সংখ্যা। পৃথিবীর তামাম দেশ চেষ্টা করেও এ মৃত্যুর মিছিল যেনো থামাতে পারছেই না। মানুষ খেকো এমন অদ্ভুদ বৈজ জীবানু অস্ত্রের মোকাবেলায় আজ বিশ্ব মানব সভ্যতা যে অসহায়। চিন্তার অন্তনেই বলেই যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ করা ছাড়া কোন পথ নেই ।
ভয়ানক করোনাভাইরাসের নিষ্ঠুরতা মোকাবেলায় এলাকার মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচরণায় নেমেছে মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ। আজ (২৫ মার্চ) সকালে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ মনির হোসেন খানকে সাথে নিয়ে নিজেই ইউনিয়ন পরিষদের সামনে ব্যানার ফেষ্টুন লাগাতে দেখা যায়। এরপর মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ সচিব কিশোর বিকাশ ধামাই পরিষদের কার্য-সহকারীদের নিয়ে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লার সামনে ব্যানার ও ফেষ্টুন লাগিয়ে প্রচারণা চালিয়েছেন।
বিকালে সংবাদিকদের সাথে অনুভূতি প্রকাশ কাছে তিনি বলেন, করোনা ভাইরাসের হিংস্্রতা সম্পর্কে সবাইকে সচেতন হবে। কোন রকম অবহেলা চলবে না। সরকারি নির্দেশ মোতাবেক সবাই বাড়ীকে স্ব স্ব বাড়ীতে অবস্থান করতে হবে।