• November 22, 2024

করোনা মহামারীতে গুইমারাতে সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত

প্রতিনিধি: প্রাণঘাতি করোনা মহামারিতে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা অব্যহত রেখেছে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সেনাবাহিনী।

২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্বাবোধানে শুত্রক্রবার সিন্দুকছড়ি জোনের আওতাধীন বিভিন্ন প্রত্যন্ত এলাকার জনসাধারণের মাঝে এসব খাদ্য সামগ্রীী পৌঁছে দেন জোন অধিনায়ক লে: কর্ণেল কাজী মোঃ কাওসার জাহান।

এসময় করোনা মহামারিতে পাহাড়ের হত-দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনীর এ খাদ্য সহায়তা অব্যহত থাকবে জানিয়ে তিনি বলেন, দুর্গম পাহাড়ে কোন মানুষকে খাদ্য কষ্টে থাকতে হবেনা।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সাবান’সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। যা পেয়ে খুশি দূর্গম এলাকার বাসিন্দারা। খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে মেজর রাহাত আহাম্মেদ, ক্যাপ্টেন মোহাইমিনুল আকিব উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post