• March 13, 2025

করোনা সংক্রমন রোধে মহালছড়িতে প্রশাসনের পাশাপাশি ব্র‍্যাক’র সচেতনতামূলক প্রচারণা 

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি এনজিও সংস্থা ব্র‍্যাক এর উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমন রোধে  সাধারণ মানুষকে সচেতন করতে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়েছে।
৩১ মার্চ সারাদিন ব্যাপী  মহালছড়ি বাজার এলাকা ও মোহাম্মদপুর এলাকা সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে এই প্রচারণা চালায়। এই সময় তারা মাইকিং করে জনসমাগম এড়িয়ে চলা ও  করোনা ভাইরাস সংক্রমন থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় সেই সম্পর্কে প্রচারণা চালায়।
এছাড়াও সাধারণ মানুষের মাঝে সচেতনতা সম্বলিত লিপলেট বিতরণ করা হয় এবং হাত ধোয়ার জন্য উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পানির ট্যাংক বসানো হয়।
এসময় ব্র‍্যাকের মহালছড়ি শাখার শাখা ব্যবস্থাপক প্রিয়লাল চাকমার নেতৃত্বে ব্র‍্যাকের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post