• March 13, 2025

‘করোনা’ সচেতনতায় সামাজিক দুরুত্ব বজায় রাখতে লক্ষ্মীছড়িতে দ্বিতীয় দিনের অভিযান চলছে

স্টাফ রিপোর্টার: ‘করোনা’ সচেতনতায় সামাজিক দুরুত্ব বজায় রাখতে দ্বিতীয় দিনের মত মাঠে কাজ করছে যৌথবাহিনী। সার্বক্ষনিক সহায়তা করেছে উপজেলা প্রশাসন। বিকাল ৪টার দিকে ঝটিকা অভিযানে নামে সেনাবাহিনী ও পুলিশ।

কিছু কিছু এলাকায় দোকান পাটে হাতে গোনা কয়েকজনকে আড্ডা ও ঘোরাঘুরি করতে দেখা গেলেও বেশিরভাগ এলাকার চিত্র ছিলো উল্টো। জনসমাগম নেই বললেই চলে। দোকান পাট ছিলো বন্ধ। কিছু কিছু দোকানে শুধু বিক্রেতাকেই দেখা গেছে। তবে কিভাবে কোন পদ্ধতিতে ক্রেতা-বিক্রেতা বিকিকিনি করবেন তাও সেনাবাহিনীর পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়। সরকারি নিদের্শনা না মানলে পরবর্তিতে আইন প্রয়োগ করতে বাধ্য হবে বলেও সাফ জানিয়ে দেয়া হয়। নিজেকে রক্ষা এবং প্রতিবেশিকে রক্ষা করাই এই দায়িত্বের মধ্যে পরে। সুতরাং করোনা মোকাবেলায় কোনো রকম ছাড় দেয়া হবে না। নিজ নিজ বাসস্থান ছাড়া বাহিরে যথাযথ প্রয়োজন ছাড়া ঘুরতে দেখলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও ঢাকা চট্টগ্রাম থেকে আগতরাও হোম কোয়ারেন্টানে থাকবেন এমনটিই জানিয়ে দেয়া হয়। এসময় জনসচেতনমামূলক বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, লক্ষ্মীছড়ি সেনা জোনের দুল্যাতলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাসির ও লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।

এর আগে সকালে পরিবেশ দুষণমুক্ত রাখতে লক্ষ্মীছড়িতে ওষধ মিশ্রিত পানি ছিটানো হয়। সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর গাড়িতে করে ক্যাপ্টেন আব্দুল্লাহ’র নেতৃত্বে এ পানি ছিটানো কার্যক্রম চালানো হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post