কাউখালীতে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক ১
স্টাফ রিপোটার ঃ- রাঙামাটির কাউখালী উপজেলায় ৬বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গোপাল কৃষ্ণ নাথ (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে এসআই হাসান ও এএসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করা হয়। আটকৃত গোপাল কৃষ্ণ নাথ কাউখালী সদরের ঊষা আর্টের মালিক। রবিবার সন্ধ্যায় উপজেলার পোয়াপাড়া মির সুপার মাকের্টের নিচ তলায় ঘটনাটি ঘটে। ঘটনাটি ইসলামী বাংক এর সিসিটিভি ফুটেজেও ধড়া পড়ে। ভীকটিমের পিতা জানায়, রবিবার সন্ধ্যায় পোয়াপাড়া মীর সুপার মার্কেটের প¦ার্শে শিশুটি তার সহপাটি সহ খেলা শেষ করে ঘরে যাওয়ার সময় পথে অভিযুক্ত গোপাল কৃষ্ণ নাথ তাকে পানি এনে দিতে বলেন। এসময় গোপাল মীর সুপার মার্কেটের শীড়িতে আর্টের কাজ করছিলো। পরে সুযোগ বুঝে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। এসময় বাচ্ছাটির চিৎকার করলে ইসলামী ব্যাংক বাংলাদেশ কাউখালী এজেন্ট ব্যাংক শাখার ইনচার্জ ঘটনাস্থলে আসলে অভিযুক্ত গোপাল পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে গিয়ে মাকে বিষয়টি জানালে রবিবার রাতে শিশুটির পিতা অভিযুক্ত গোপাল কৃষ্ণ নাথের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করন।
অভিযোগের ভিত্তিতে কাউখালী থানায় পুলিশের এসআই হাসানের নেতৃত্বে রাতেই গোপালকে আটক করেন। রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) ছুফি উল্লাহ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে ধর্ষনের চেষ্টার অভিযোগে গোপাল কৃষ্ণকে আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং ভুক্তভোগী পরিবারকে আইনি সকল সহযোগীতার নিশ্চয়তা দেন। এসময় গত ২১ ফেব্রুয়ারী আটককৃত গোপাল কৃষ্ণ নাথকে অন্য এক শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক করা হলেও তাকে কেন চেড়ে দেওয়া হয়েছিলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি জানেন না বলে জানিয়ে এবিষয়ে কেউ যদি পুলিশের কোন অবহেলার কারনে ধর্ষক রেহায় পেয়েছে মৌখিক বা লিখিত অভিযোগ করেন তাহলে তদন্ত করে ঐ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন।