• November 22, 2024

কাপ্তাই উপজেলায় সেনাবাহিনীর পক্ষ হতে সেলাই মেশিন বিতরণ

শান্তি রঞ্জন চাকমা, কাপ্তাই: রাজস্থলীর বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়ার প্রতিবন্ধী উখ্যাচিং মারমা (৩৪) ও তার শারীরিক প্রতিবন্ধী স্ত্রীকে কাপ্তাই সেনাবাহিনী ৫ আরই ব্যাটালিয়নের জন কল্যানমূলক কর্মসূচির আওয়াতায় সিঙ্গার সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ডাকবাংলা পাড়া নিজ বাড়িতে গিয়ে প্রতিবন্ধী উখ্যাচি মারমা ও শারিরীক প্রতিবন্ধী তার স্ত্রীর হাতে সেলায় মেশিন তুলে দেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মোঃ এমদাদুল হক। এসময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি পুলক বড়ুয়া, ওয়ারেন্ট অফিসার মোঃ আনিসুর রহমান, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

উখ্যাচিং মারমা ও তার স্ত্রী সেলাই মেশিন হাতে পেয়ে বলেন, সেনাবাহিনী জন কল্যান মুখি কার্যক্রমে এলাকার মানুষ উপকৃত হচ্ছে। আমার দুই চোখ জন্মগত ভাবে অন্ধ এবং আমার স্ত্রী ও শারারিক প্রতিবন্ধী আমাদের সংসারে ৩ বছরের এক কন্যা শিশু রয়েছে। আমি প্রতিদিন ভিক্ষা করি এবং আমার স্ত্রী মাঝে মাঝে দিনমজুর কাজ করে। অনেক কষ্টে সংসার চলে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post