কাপ্তাই প্রেস ক্লাবের কমিটি গঠন
কাপ্তাই প্রতিনিধি: পেশাদার সাংবাদিকদের নিয়ে গতকাল বুধবার কাপ্তাই প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। উপজেলার স্থানীয় ফ্লোটিং প্যারাডাইসে এক সাধারন সভা কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি হাজী আবুল কালাম আজাদের সভাপতিত্ব অনুষ্টিত হয়।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে ২০১৮-২০১৯ইং সালের কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী আবুল কালাম আজাদ (দৈনিক পূর্বকোণ), সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াছ (দৈনিক প্রিয় চট্টগ্রাম), সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল আলম (দৈনিক ভোরের কাগজ), মোঃ আলমগীর কবির (দৈনিক শাহ আমানত), নির্বাহী সদস্য নুরুল আবছার চৌধুরী (দৈনিক ভোরের ডাক), শান্তি রঞ্জন চাকমা (দৈনিক সুপ্রভাত বাংলাদেশ/দৈনিক নয়া দিগন্ত/ পাহাড়ের আলো), মোঃ রেজাউল করিম (দৈনিক আমাদের অর্থনীতি)। কাপ্তাই প্রেস ক্লাব কমিটি গঠন করায় নির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।