কিছু কিছু কুচক্রি মহল পার্বত্যঞ্চল অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতেছে-দীপংকর তালুকদার
কাপ্তাই প্রতিনিধি: দীপংকর তালুকদার এম.পি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সাংগ্রাঁই জল উৎসব সকল সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়েছে। কিছু কিছু কুচক্রি মহল এই পার্বত্যঞ্চলে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে, কিন্তু পাহাড়ীদের সকল সম্প্রদায়ের উৎসব সুন্দরভাবে সম্পাদনের ফলে প্রতীয়মান হয় যে, এটা একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে ষড়যন্ত্রকারীদের কোন স্থান নেই।
সোমবার কাপ্তাই উপজেলার রাইখালি ইউনিয়নের নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় প্রয়াত অনন্ত চৌধুরী মাঠে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) কর্তৃক আয়োজিত সাংগ্রাঁই জল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এম.পি একথা বলেন। মাসস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার সৈয়দ রিয়াদ মাহমুদ, ডিজিএফআই রাঙ্গামাটি এর অধিনায়ক কর্নেল মো. সামসুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিক কামাল, মাসস এর প্রধান উপদেষ্টা সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, অতিরিক্ত পলিশ সুপার মো: ছুফিউল্ল্যাহ।
সাংগ্রাঁই জল উৎসবে উর্দ্ধতন সামরিক ও বেসারমিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাসস এর সাধারণ সম্পাদক মংউচিং মার্মা।