কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মনোনয়ন দেয়ায় দীঘিনালায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
মোঃ আল আমিন, দীঘিনালা: ২৯৮ নং পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে কুজেন্দ্র লাল ত্রিপুরা বর্তমান এমপি-কে দলীয় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জেলার দীঘিনালায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ।
রবিবার সন্ধ্যায় উপজেলার দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম।
আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন ও ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম (মাহাবুব)।
নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আগামী নির্বাচন স্বাধীনতা স্বপক্ষের শক্তির বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীদের ভোটের লড়াই। এ লড়াইয়ে আমাদের বিজয়ী হতে হবে।
এদিকে, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম মাহাবুব বলেন, বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা পুনঃরায় দলীয় নমিনেশন পাওয়ার কারনে দীঘিনালা উপজেলার সকল ছাত্রলীগের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং ৩০ ডিসেম্বর নৌকার প্রার্থীকে জয়যুক্ত করার আহবান জানান।