কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ আ.লীগের নেতা-কর্মীর নামে আরো এক মামলা, আসামী ২শতাধীক

 কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ আ.লীগের নেতা-কর্মীর নামে আরো এক মামলা, আসামী ২শতাধীক

স্টাফ রিপোর্টার: সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ আওয়ামী লীগের নেতাকর্মীর নামে আরো একটি মামলা হয়েছে। এ মামলায় আসামী ২ শতাধিক।

১৮ আগস্ট রোববার রাতে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা সদরের ভুয়াছড়ি এলাকার ইউনিয়ন যুবদলের এক নেতা।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকরুল ইসলাম।

মামলা এজাহারভুক্ত আসামি গোলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট রাতে মামলার বাদীর বাড়িতে ঢুকে অভিযুক্তরা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তিনটি মামলায় করা হয়েছে। মামলায় পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ প্রায় ১২শ আওয়ামী লীগের নেতাকর্মী আসামি করা হয়েছে।

এর আগে, গত ১৫ আগস্ট খাগড়াছড়ি সদর থানায় এবং ৪ আগস্ট কলাবাগানে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ মামলা করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৮ শতাধিক নেতাকর্মীকে আসামি করে উক্ত মামলায়।

এ ছাড়া জেলার রামগড় থানায় আরও একটি মামলা হয়েছে আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post