কৃষকের ধান কেটে দিলো খাগড়াছড়ি জেলা কৃষকলীগ
খাগড়াছড়ি প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি’র আহবানে, খাগড়াছড়ি জেলা কৃষকলীগের সভাপতি সৌরভ তালুকদার ও সাধারণ সম্পাদক, এস. এম. ইউছুফ আলী’র নেতৃত্বে জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ ও কর্মীরা খাগড়াছড়ি সদর উপজেলাধীন বটতলীতে কৃষক দেবাশিষ চাকমা’র ১০০ শতক জমির ধান কেটে কৃষকের বাড়ীতে তুলে দিয়েছেন। ১মে শুক্রবার এই ধান কাটা কর্মসূচি হাতে নেয়া হয়।
কৃষক দেবাশিষ চাকমা বলেন করোনা পরিস্থতিতে শ্রমিকের অভাবে আমার ১০০ শতক জমির পাকা ধান কাটতে পারছিলাম না। আজ খাগড়াছড়ি জেলা কৃষক লীগর স্বেচ্ছাশ্রমে ১০০ শতক জমির ধান কেটে আমার বাড়ীতে তুলে দিয়েছে তাই আমি খুব খুশি।
খাগড়াছড়ি জেলা কৃষক লীগ’র সাধারণ সম্পদক এস. এম. ইউছুফ আলী বলেন, করোনা এই পরিস্থতির কারণে যে কৃষকরা ধান কাটতে সমস্যায় পারবেন তাদেরকে সহযোগিতা করার জন্য খাগড়াছড়ি জেলাতে খাগড়াছড়ি জেলা কৃষক লীগের সভাপতি সৌরভ তাকদারকে আহবায়ক ও সাধারণ সম্পাদক এস. এম. ইউছুফ আলী কে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট একটি খাগড়াছড়া জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এছড়া উপজেলা পর্যায়েও উপজেলা ও পৌর আহবায়ক কমিটি গঠন করা আছে কৃষকের সহযোগিতা করার জন্য।