• November 21, 2024

কৃষকের পাকা ধান কেটে দিলো মানিকছড়ি ছাত্রলীগ

আবদুল মান্নান,মানিকছড়ি: মানিকছড়ি উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা-কর্মীরা কৃষকের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। এতে জনপদে প্রশংসা কুঁড়িয়েছে তারা।

গত ৩ দিন ধরে উপজেলা ও সদর ইউনিয়ন ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ ও তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগ উপজেলার গচ্ছাবিল,রাঙ্গাপানি ও তিনটহরীতে কৃষকের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। এতে করে জনপদের কৃষকরা বেজায় খুশি। আর ছাত্রলেিগর উদ্যোগে ধান কাটার কর্মসূচীতে অংশ নিতে ছাত্রলীগ নেতা-কর্মীরা মরিয়া। কে, কার আগে কাস্তে হাতে জমির আইলে উপস্থিত হতে প্রতিযোগিতা শুরু করেছে।

উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন ও সাধারণ সম্পাদক চহ্লাপ্রু মারমা নিলয় এবং কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু জাফরের নেতৃত্বে গত ৪ মে গচ্ছাবিল এলাকায় কৃষক মো. আজমত আলীর ১ একর জমির ধান কাটা কর্মসূচীতে অংশ নেন উপজেলা ও সদর ইউনিয়ন ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের ১৭ জন নেতা-কর্মী । এর পর ৫ ও ৭ মে উপজেলার রাঙ্গাপানির কৃষক মহরম আলীর ৮০শতক জমিতে ৩০জন তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগ নেতা-কর্মী ধান কাটায় অংশ নেন।

গত দু’ দিন তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাঞ্চন কান্তি নাথ ও সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হাসান রুবেল উপস্থিত থেকে কৃষকের ধান কাটেন এবং ঘরে তুলে দেন। এতে কৃষক মহরম আলী স্বস্তি প্রকাশ করে বলেন. প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার ছেলেরা নিজ উদ্যোগে আমার জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে। আমি মন-প্রাণ খুলে তাদের জন্য ও শেখ হাসিনার জন্য দোয়া করছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post