খাগড়াছড়িতে অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল গঠন: এগিয়ে যাচ্ছে পাহাড়ের মেয়েরা

খাগড়াছড়ি প্রতিনিধি: খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি হতে পারে পরিবর্তনের হাতিয়ার,এই ভাবনা থেকেই খাগড়াছড়ি জেলায় নারীদের ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে নেয়া হয়েছে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ। খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে গঠিত হয়েছে অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল, যার মাধ্যমে স্থানীয় তরুণীদের জন্য উন্মুক্ত হয়েছে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার স্বপ্নের দরজা।

এই দল গঠনের পেছনে রয়েছে মেয়েদের প্রতিভা খুঁজে বের করে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলার আন্তরিক প্রচেষ্টা। নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও শৃঙ্খলা উন্নয়নে চলছে নিবিড় পরিকল্পনা। ফুটবল শেখানোর সঙ্গে সঙ্গে নিশ্চিত করা হয়েছে তাদের থাকা-খাওয়ার সুব্যবস্থা, পোশাক, চিকিৎসা ও প্রয়োজনীয় সকল সুবিধা।

এ বিষয়ে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি দল গঠন নয়, বরং ভবিষ্যতের জাতীয় দলের জন্য সম্ভাবনাময়ী খেলোয়াড় তৈরি করা। আমরা চাই, এই মেয়েরা একদিন বাংলাদেশের হয়ে মাঠে লড়ুক, দেশের পতাকা তুলে ধরুক আন্তর্জাতিক অঙ্গনে।”

এই মহতী উদ্যোগে পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা আর্থিক ও নৈতিক সহায়তা দিয়ে প্রমাণ করেছেন,একটি সুন্দর ভবিষ্যতের জন্য সম্মিলিত প্রয়াসই সবচেয়ে কার্যকর।

এদিকে, এই উদ্যোগে উৎসাহিত হয়ে অনেক তরুণী এখন ফুটবলের প্রতি আগ্রহ দেখাচ্ছে। তারা বলছে, “আমরা শুধু পাহাড়ি মেয়ে নই, আমরা হতে চাই জাতীয় দলের গর্ব।”

এই অনুশীলন ও সুযোগ-সুবিধা পেলে পার্বত্য অঞ্চলে তরুণীরা কেবল মাঠেই নয়, সমাজেও হতে পারে বদলের প্রতীক। একসাথে খেলতে খেলতে গড়ে উঠছে সম্প্রীতির মজবুত বন্ধন, যা পাহাড়ের বৈচিত্র্যময় সমাজকে আরও ঐক্যবদ্ধ করবে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল একটি ফুটবল দলের সূচনা নয়,এটি একটি প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার যাত্রা। আমরা বিশ্বাস করি, খাগড়াছড়ির এই মেয়েরা একদিন জাতীয় ক্রীড়াঙ্গনের গর্ব হয়ে উঠবে।

Leave a Reply