খাগড়াছড়িতে অবরোধে ট্রাক ভাংচুর, ডিবি পুলিশের ধাওয়ায় পিকেটাররা ছত্রভঙ্গ
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে চতুর্থ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা সড়ক অবরোধের প্রথম দিন অতিবাহিত হয়েছে। সকাল থেকেই বিভিন্ন সড়কে হরতালের সমর্থনে পিকেটিং করা হয়। বেলা ১১টার দিকে খাগড়াছড়ি শহীদ কাদের সড়কে মহিলা দল ঝটিকা মিছিল করে।
সিঙ্গিনালা এলাকায় পিকেটারর তিন ট্রাক ভাংচুর করে। এ সময় ডিবি পুলিশের ধাওয়ায় ছাত্রদলের পিকেটাররা ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়াও খাগড়াছড়ি সরকারী কলেজ গেইট এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে ছাত্রদল।
এছাড়া অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন, বাঁশ-গাছ ফেলে পিকেটিং করছে। খাগড়াছড়ি থেকে দূরপাল্লা রুটের টিকিট কাউন্টারগুলো খোলা থাকলেও ছেড়ে যায়নি কোনো বাস। চলাচল করছে না অভ্যন্তরীণ সড়কের পরিবহন। গুরুত্বপূর্ণস্থানগুলোতে বিজিবি-পুলিশ মোতায়েন রয়েছে। হরতালের সমর্থনে পিকেটিং হয়েছে বিভিন্ন উপজেলাও।