খাগড়াছড়িতে অস্ত্র ও গুলি উদ্ধার

 খাগড়াছড়িতে অস্ত্র ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার রাত ৯টায় খাগড়াছড়ির সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি লাইটগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পুলিশের অভিযান টের পেয়ে অস্ত্র ও গুলি ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, ১৮ এপ্রিল শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায় কতিপয় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধার নেতৃত্বে সদর থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ ইসমাঈল হোসাইন ও এসআই সোহেল মিয়া সঙ্গীয় পুলিশের ফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্ত্রাসী তাদের সাথে থাকা লাইটগান ও গুলি ফেলে জঙ্গল পথে পালিয়ে যায়। পরে ঐ স্থানে স্থানীয় জনগণের উপস্থিতিতে তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply