• January 15, 2025

খাগড়াছড়িতে আওয়ামীলীগের শোক র‌্যালি

 খাগড়াছড়িতে আওয়ামীলীগের শোক র‌্যালি

স্টাফ রিপোর্টার: ১৫আগস্টকে সামনে রেখে খাগড়াছড়িতে শোক মিছিল করেছে জেলা আওয়ামীলীগ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

১ আগস্ট বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র নেতৃত্বে এই শোক মিছিল মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি পার্বত্য চট্টগ্রাাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,বঙ্গবন্ধু আত্মত্যাগের মধ্য দিয়ে এদেশ স্বাধীন হয়েছে। আজ আমরা মাথা উঁচু করে কথা বলতে পারছি। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে নেতাকর্মীদের শতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, যারা রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে তারা এদেশের ভালো চায়না বলেই তারা সাধারণ মানুষের ক্ষতিসহ ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করে সকলকে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলমসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post