খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

শেয়ার করুন

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নের জন্য কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (০৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয় এ এলএসটিডি প্রকল্পের অর্থায়নে সদর উপজেলার ২৫ একর কৃষি জমিতে প্রায়োগিক মাঠ পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের (প্রদর্শনী) ২৫ জন কৃষক-কৃষাণীর মাঝে বীজ, সার, রোগ ও পোকামাকড় দমনের জন্য কীটনাশক, ছত্রাকনাশক, সাইনবোর্ড সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি ব্রি আঞ্চলিক কার্যালয় এর বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ওবায়দুর রহমান শাওন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ব্রি আঞ্চলিক কার্যালয় এর প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।

এসময় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, বোরো মওসুমে সঠিক বয়সে চারা রোপণ, সুষম সার ব্যবস্থাপনা, আগাছা ব্যবস্থাপনা, পোকামাকড় ও রোগবালাই দমন ব্যবস্থাপনার মাধ্যমে ব্রি উদ্ভাবিত আধুনিক ও উচ্চফলনশীল ধানের সর্বোচ্চ ফলন নিশ্চিত করা এবং আধুনিক ধান চাষাবাদ পদ্ধতির সঠিক ব্যবহারের মাধ্যমে ধান চাষকে লাভজনক করা এবং দেশে খাদ্য নিরাপত্তা অর্জনে অগ্রণী ভূমিকা রাখার জন্য কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

এছাড়াও তিনি মাজরা পোকার আক্রমণ ও ব্লাস্ট রোগের আক্রমণ থেকে ধানকে রক্ষার জন্য করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের কৃষিবিদ তরুণ জয় ত্রিপুরা উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, ধান গবেষণা ইনস্টিটিউট,খাগড়াছড়ি কার্যালয়ের কার্যক্রম অত্র এলাকার কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন যাচ্ছে। এবং আশাবাদ ব্যক্ত করেন, এই প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে অন্যান্য কৃষকরাও উদ্বুদ্ধ হবেন।

উল্লেখ্য, ইতিপূর্বে উক্ত প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো মওসুমের ব্রি উদ্ভাবিত স্থানভিত্তিক জনপ্রিয় উচ্চফলনশীল ধানের বীজ বিতরণ করা হয়েছিলো ব্রি আঞ্চলিক কার্যালয়, খাগড়াছড়ি।