• November 21, 2024

খাগড়াছড়িতে এসিজি’র সমন্বয়কদের সাথে সনাক এর মতবিনিময় সভা

 খাগড়াছড়িতে এসিজি’র সমন্বয়কদের সাথে সনাক এর মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) সমন্বয়কদের সাথে টি আই বি্ সনাক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি সদরস্থ খুমপুই রেস্টুরেন্টে এ সচেতন নাগরিক কমিটি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সনাক এর সহ-সভাপতি বেলা রাণী দাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সনাক এর স্বাস্থ্য বিষয়ক উপ -কমিটির আহবায়ক সাংবাদিক মোহাম্মদ জহুরুল আলম, সনাক সদস্য বিশিষ্ট নাট্যকারএম.এ.মুর্তজা পলাশ, সনাক টিআইবি এরিয়া কোঅর্ডিনেটর মো.আবদুর রহমান।

মতবিনিময় সভায় বক্তারা স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করণে ভূমি-পরিবেশ সহ বিভিন্ন কর্মকান্ডের চ্যালেঞ্জি বিষয়গুলো তুলে ধরা হয়। ২০০৯ সালের তথ্য অধিকার আইন অনুযায়ী সাধারণ জনগণ তথ্য সেবা পেতে পারেন সেই বিষয় গুলোওতুলে ধরা হয়।

অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) সদস্যরা ২০২৪ সালে এক বছরে কি কি সেবা দেওয়া সম্ভব হয়েছিল এবং আগামী ২০২৫ সালে কি কি করণীয় সেসব কর্মকান্ড আলোচনা করা হয়। মতবিনিময় সভায় সনাক সদস্য এসিজি র সমন্বয়কগণ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply