খাগড়াছড়িতে জুলাই এ সম্মুখসারির আহত যোদ্ধা ও শহীদ পরিবারদের সম্মাননা প্রদান

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি:  যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় খাগড়াছড়ি পার্বত্য জেলার জুলাই এ বীর শহিদ মোঃ মজিদ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা শুরু করা হয়। ৫ আগস্ট মঙ্গলবার খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে সকালে রামগড় উপজেলার নাকাপায় বীর শহিদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে খাগড়াছড়ি পৌর টাউন হলে দিবসটি উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধা, শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান করা হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি জেলা পরিষদ, জেলা বিএনপি, উপজেলা প্রশাসন, আনসার বাহিনী, এনসিপিপিসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, শহীদ পরিবার ও আহত যোদ্ধা সহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিলো।

এসময় অনুষ্ঠানে বক্তারা, জুলাই গণঅভ্যুত্থানে স্মৃতিচারণ করে বলেন শহিদ মজিদ হোসেনের অবদানকে ভুলার মতো নয়। এই প্রজন্মের উচিত তাঁদের আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসা। তাঁর জীবন, সংগ্রাম এবং আত্মত্যাগের স্মৃতি আগামী প্রজন্মের জন্য দিক বা পথপ্রদর্শক হয়ে থাকবে। শেষে জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধা, শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।