খাগড়াছড়িতে ‘জুলাই পুনর্জাগরণ’ শপথ ও আলোচনা সভা

খাগড়াছড়ি প্রতিনিধি: ‘জুলাই পুনর্জাগরণের সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে ভার্চুয়াল আলোচনা সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই শনিবার সকালে জেলা শহরের টাউন হল সম্মেলন কক্ষে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয় শপথ অনুষ্ঠান ভার্চুয়ালি সম্প্রচার করা হয়। শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শপথে দুর্নীতি, বৈষম্য ও সহিংসতা মুক্ত সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

খাগড়াছড়ির অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, মহিলা বিষয়ক উপ-পরিচালক সুষ্মিতা খীসা, জেলা সমাজসেবা উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থনে আহত ছাত্র ও নারী প্রতিনিধিরাও অংশ নেন

Read Previous

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে দূর্নীতির তদন্ত শুরু

Read Next

দীঘিনালায় দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৪, ইউপিডিএফ বলছে গুজব

Leave a Reply

Most Popular