খাগড়াছড়িতে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে ‘জুলাই শহিদ স্মৃতি’ সংরক্ষণের লক্ষ্যে সরকারি কলেজ প্রাঙ্গণে ৪ শতক জায়গার ওপর স্থাপিত হলো ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে এ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ সরাফত হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ প্রমুখ।
এই কর্মসূচির মাধ্যমে শহিদদের স্মরণ এবং গণ-অভ্যুত্থান দিবসের তাৎপর্যকে সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে ১৯ জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।