খাগড়াছড়িতে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জেলা পুষ্টি কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করতে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। জেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত পিআরএলসি প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও তৃণমূল উন্নয়ন সংস্থার যৌথ সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সার। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

সভায় জেলার পুষ্টি পরিস্থিতি, মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণ, অপুষ্টি হ্রাসে চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করে পুষ্টি কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত পিআরএলসি প্রকল্প, মানুষের জন্য ফাউন্ডেশন এবং তৃণমূল উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং টেকসই কার্যক্রম বাস্তবায়ন করা গেলে খাগড়াছড়ি জেলার সার্বিক পুষ্টি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব হবে।